বসন্তের সুর

সদয় দাস
[প্রতাপ : অনলাইন-২৮]

              । সদয় দাস ।

বসন্ত এলো হাসি ছড়িয়ে রঙিন ফুলের বনে,

কোকিল ডাকে মধুর সুরে, সুর বয়ে যায় মনে।


শিমুল-পলাশ রাঙিয়ে দিল আকাশ-ধরা পথ,

দক্ষিণ হাওয়া বয়ে আনে সৌরভ ভরা রথ।


কচি পাতার সবুজ রঙে জেগে উঠল বন,

ভোরের কিরণ ছড়িয়ে দিল সোনার রঙের মন।


নদীর ঢেউ দোল খেয়ে যায় রোদের সোনায় নাচে,

বসন্ত এলো প্রাণ ভরাতে খুশির রঙিন সাজে।


বাতাস গায় দোলন ছন্দে, গন্ধে ভরে ধরা,

প্রকৃতির এই মোহময়ী রূপে, মন যে পুরো ভরা।


বসন্ত তুমি জেগে থেকো সবার মনের মাঝে,

ভালোবাসায় রাঙিয়ে দিও হৃদয়কে নতুন সাজে।


উৎসব জমে রঙের খেলায়, উড়ে আবির ধুলো,

প্রণয়ের রং ছোয়াতে হবে হিয়ের দ্বারটি খোলো।


বসন্ত তুমি থেকো চিরদিন আমার শুভ্র মনে,

ভালোবাসায় ভরিয়ে রেখো ধরার প্রতিটি কোণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...