![]() |
কুসুম কলিতা |
। কুসুম কলিতা।
দুপুরের প্রখর রোদে জর্জরিত শরীর
একটু শীতল বাতাস চাই,
ঝিলিমিলি করে রবির তীব্র রোদে
কোনো ধরনের শান্তি নাই।
আষাঢ়ে বৃষ্টি সাথে রোদের প্রকোপ
বিন্দু বিন্দু ঘাম ঝরঝরে,
ধীরে ধীরে তাপমাত্রা বাড়তেই থাকে
বিষুবরেখা থেকে বেরিয়ে পড়ে।
নদী-জলাশয়ে তেমন জল জমে না
শুকিয়েছে যেমন শীতকালে,
অতিরিক্তভাবে তাপমাত্রা বাড়ছে
গোলকীয় উষ্ণতা বৃদ্ধির ফলে।
পথের পথিক এবং অন্যান্য মানুষেরা
ঘরের বাইরে যেতে ইচ্ছুক নয়,
প্রয়োজনে যদি বের হয় ছাতার তলায়
মনের মধ্যে তীব্র গরমের ভয়।
একঝাঁক বৃষ্টির আশায় আকাশে তাকায়
কৃষকের মুখে বিষাদের ছায়া,
সোনার ফসল কৃষকদের বছরটার সম্পদ
সৃষ্টিকর্তার অলৌকিক মায়া।
প্রকৃতির রূপ দেখে মন করে হাহাকার
কিভাবে সৃষ্টি করে বিধাতা,
বিশ্বজুড়ে ভারসাম্য বজায় রাখার মতো
কাজ করে গেছেন জীবনদাতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন