আমার অতীতে বসন্ত..


সুচরিতা দাস


আমার অতীতের রং ধূসর, 

সমস্ত মলিনতার আস্তরণে বিবর্ণ, পানসে। 

আমার অতীতে কোনোদিন দোল উৎসব আসেনি, 

কে জানে কখনও হয়তো বসন্ত এসে চলেও গেছে! 

আমার অতীতে ফাগুন হাওয়া বুঝি-

দূরে দিয়ে কোথাও একটা বয়ে গেছে। 

আমার অতীতে গান? 

শীতের শীতল রাতে ঝরা পাতার-

মড়া ডালে বসা হুতুম পেঁচাটাই গেয়ে গেছে শুধু । 

আমার অতীতে বসন্ত! 

আসলে.. সে তো আসেই নি কখনো। 

৬টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...