পুরানো স্মৃতি

 


সুজিতা দাস


অনেক পুরনো স্মৃতি

আজ অবধি মনে পড়ে

হৃদয়ে বাজে

তোমার মধুর কন্ঠ -

ওগো শুনছ!


তুমি চলে গেছ

দূরে, অনেক দূরে।

প্রাণ কাঁদে, বুক ফাটে

নীরব বেদনায়।

শহরের গলিপথ দিয়ে

যখনই হাঁটি

ভ্রম ভেবে কাছে ছুটে যাই

গিয়ে দেখি তুমি নাই

তুমি নাই, তুমি নাই।

১৩টি মন্তব্য:

  1. অসাধারণ ❣️❣️❣️❣️

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর লিখেছো।

    উত্তরমুছুন
  3. নস্টালজিয়ার কবিতা।

    উত্তরমুছুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...