যা চাইনি তা অনায়াসেই পেয়েছি



সুলতা রানি দাস


যা চাইনি তা অনায়াসেই পেয়েছি 

যা চেয়েছি তা পাইনি,

না পাওয়ার দুঃখ ব্যথা 

সবই আজ ধুলিস্যাৎ, 

স্বপ্ন আমার গেল এভাবেই পতনে।


দেখা স্বপ্ন আজ চোখের সামনে ভাঙছে 

গড়ছে নতুন স্বপ্ন, 

সবকিছুই আজ তিলে তিলে শেষ হচ্ছে।


পুরনোর পতন নিশ্চিত তাই

জীর্ণ দেহ আজ চায় তার ধ্বংস,

অনায়াসেই সরে আসতে চায় বুনতে নিজ স্বপ্ন।

২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...