অভিজিৎ চক্রবর্তী
ভালোবাসার রং খেলা তো...
ফুরিয়ে গেছে কবে!
যখন ছিল না এই জন-পরিজন,
রং এর ই'উৎসবে।
তখন এই বিভেদ টিভেদ ছিল না তো,
যেমন দেহ এক প্রান।
কোথা থেকে ঝড় যে এলো,
শুরু হলো মান আর অভিমান।
সেই এক বৃন্তের দুইটি কুসুম,
রইলো না এক শাখে।
আর তখন থেকেই খেলা শুরু,
আমরা কালের ঘূর্ণিপাকে!
এখনো কিছু কিছু আওয়াজ ওঠে,
এই বিভেদ বিষের মাঝে,
ভালোবাসার রং নিয়ে কি,
বলো, বিভেদ করা সাজে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন