মনে পড়ে

সুস্মিতা দাস চৌধুরী
 প্রতাপ : অনলাইন-২৩ ]

। সুস্মিতা দাস চৌধুরী ।

আজ খুব করে পড়ছে মনে 

   চাঁদকে নিয়ে গল্প 

করে ছিলাম তোমার সনে।


আজ খুব করে পড়ছে মনে

গ্রহন করে সন্ধ্যার আহার

তোমার কথায় লিখেছিলাম 

চাঁদের সৌন্দর্যের বাহার।


 চাঁদের ওই অপূর্ব লুক 

তোমার সঙ্গে গল্প করে 

লেগেছিল কি যে সুখ


এই মন বলে কেন হলো?

তোমার সাথে কথা বলা শেষ

এই তো ছিলাম দুজন বেশ 


আজ খুব করে পড়ছে মনে

তোমার কণ্ঠের ওই গান 

 কি মিষ্টি করে দিতে গানে টান


তোমার কণ্ঠের গান কি মধুময় মিষ্টি 

ও তোমার ওই চোখের দৃষ্টি

হৃদয়ে হয়েছে যে মায়ার সৃষ্টি।


আজ কাল ওই চাঁদের দিকে

 থাকাই একটু বেশি

 তাই হয়ত তোমায় ঘিরে

 স্বপ্নে দেখি দিবানিশি

এই মন বলে তোমার সঙ্গে আবার মিশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...