গাছ

 । সুস্মিতা দাস চৌধুরী ।


গাছ দেয় যে কত শীতল ছায়া, 

 কাটতে তবু হয় না কেন মায়া?


নিজেই নিজের করছি ধ্বংশ 

বাড়বেই তো কার্বনডাই অক্সাইডের বংশ!


দিন দিন বাড়ছে দূষণের বিস্তার 

পাবো না যে আমরাও নিস্তার।


দিচ্ছে সে অক্সিজেন ও খাবার 

 তবু কেন, কুঠার নিয়ে 

করছি আগাত বার বার।


গাছেরও যে প্রাণ আছে,

তাই বলছি সবার কাছে ..

 

চলো সবাই মিলে করি সংকল্প 

গাছ লাগানো হবে আমাদের অনুকল্প ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...