একটা জন্ম

নারায়ণ মোদক
প্রতাপ : অনলাইন-২৩ ]

      । নারায়ণ মোদক ।

গর্ভবতী বোরো ধানের শীষে 

চকচক কুয়াশার শিশির বিন্দু 

সুর্যের আলোয় হীরের দ্যুতি চারদিক 

কী ভীষণ আকুতি নির্দিষ্ট সময় ধরে 

 দীর্ঘ পথ পরিক্রমা। পাগলী মেয়েটা

ভেঙে পরা আলপথ ধরে ছুটে চলে যায়।

চাষা গর্ভবতী ধানের ঘ্রাণ বুকে টেনে 

নেয় পরম মমতায়। প্রেমে ভালোবাসায় 

পরিচর্যায় ধান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায়।

পাগলী মেয়েটা  হাটে মাঠে ঘাটে ঘুরে 

ছটফট করে হাজার মানুষের ভীড়ে 

ফুটপাতে। কী অসহ্য যন্ত্রণা, মানুষ 

না পাষন্ড কার বীজ বহন করে চলেছে,

জানে বিশ্বাসী মানুষের ইশ্বর। ঝড় উঠে 

শিলা বৃষ্টির স্রোতে ভাসিয়ে নেয় জল

কাঁদায় অঙ্কুরিত না হওয়া ধানের শীষ।

একটা জারজ জন্ম হয় আগাছায় ভরা

 অন্ধকার অজানা ভবিষ্যতের গর্ভচিরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...