। রাজন দাস ।
রাত্রি শেষে প্রভাত হলো,
এলো সূর্যের আলো।
অজ্ঞানতা নাশ করো হে,
দাও হে জ্ঞানের আলো।
গুরুজনদের শ্রদ্ধা করো,
ছোটদেরকে স্নেহ।
অসত্যের পথ বর্জন করে,
ধরো সত্যের সঙ্গ।
মানব মনের অহিত জ্ঞান,
দাও হে তুমি মুছে।
অসৎকর্ম নাশ করো হে,
জ্ঞানের প্রদীপ জ্বেলে।
জাতিভেদ সৃপ্ত হোক,
আসুক ঐক্যের তরী।
ভাই-ভাই মেলবন্ধনে,
এসো সমাজ গড়ি।
![]() |
শর্ত সাপেক্ষে হোল সেল রেট এ রঙ কিনতে যোগাযোগ করুন |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন