![]() |
সজল দাস |
। সজল দাস ।
কাকের ঘরে কোকিল ডাকে, আঁধার রাতে স্বপ্ন বোনে,
অন্য ডালে বাসা বেঁধে, শাখায় শাখায় কান্না শোনে।
গর্ভে রেখেছো নীল অমরাবতী, জন্মদানের ক্ষণ কোথায়?
তোমার চোখে স্নেহের ছায়া, বুকের ভিতর তবু শূন্যতায়।
দোলনচাঁপার গন্ধ ভাসে, অপর কারো উঠোন জুড়ে,
আমার শিসে সাড়া দেবে, কোন ঘুঘু কোন ভোরে?
"প্রেমের পাখি উড়ে যায়, সুরে ভরা স্মৃতি নিয়ে,
তবুও একাকী চলতে হবে, রোদ-বৃষ্টিতে, তবু সয়ে।"
আমি শুধু শূন্য হাতে, দেখব দূর থেকে,
আমার স্বপ্ন ভেসে বেড়াবে, অন্য কারো চোখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন