। শৈলেন দাস ।
এই সময়টা আমার নয়
মেঘে বাদলে জুটি
কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর
যেখানে আমি থাকি।
তবুও মাথা বিকিয়ে দিই নি
মনোবল যায়নি টুটি
জানি, আঁধার কাটবে একদিন
আসবে মিটেল রোদের চিটি।
ব্যতিক্রম যদি হয় এর
জীবনে কখনও না আসে সুদিন
তবুও দৃঢ় বিশ্বাস আমার
'God shall requite me in heaven'
![]() |
শর্ত সাপেক্ষে হোল সেল রেট এ রঙ কিনতে যোগাযোগ করুন |
খুব সুন্দর হয়েছে
উত্তরমুছুনধন্যবাদ দাদা
মুছুন