অথৈ ইচ্ছে সাগর



                      । ছন্দা দাম ।

প্রতিটি প্রহরের এপারে ওপারে মেয়েটি....
গুলিয়ে ফেলে নিজেকে বাতাসের সাথে, আকাশের সাথে, পাখিদের সাথে, মেঘেদের সাথে...!!

ভোরের আকাশ গালে লালিমা মাখতেই মেয়েটা ছুটে যায় জানালায়...অপলক তাকিয়ে থাকে,
কাজের পাহাড় অনিহা করে দেয়ালে জগিং করতে থাকা চড়ুইটির সাথে খুনসুটি করে,
গলা লাল বুলবুলকে জিজ্ঞেস করে...ওই তুই আজ একা...তোর সঙ্গি কই !!

নিঝুম দুপুরের আবেশে ভাতঘুমে নিমগ্ন পৃথিবী...
মেয়েটি একচিলতে উঠোনের কোণের ঘাসফুলের সাথে সখ্য গড়ে...
গাছের ফাঁকে ফাঁকে রঙতা মোড়া রোদ্দুরের সাথে গল্প জুড়ে!!

উঠোনের শুকানো কাপড় তার প্রতিক্ষায়, জানালার কপাট তার স্পর্শ পেতে আকুল,
তুলসী তলার আঁধার প্রদীপের মায়াছোঁয়া চাইছে,
কিন্তু মেয়েটি অগোছালো ঘরদোর সংসার ফেলে রেখে কল্পপুরের রথে চেপে দে ছুট!!

আকাশটা যেন ডেকেবলছে... আয় সই নিলিমা মাখি,
সাদা বক উড়ে যেতে যেতে বলছে.. চল দিগন্তের
সীমানার হবি পাখি,
ভোকাট্টা ঘুড়িটা বলছে গাছের মগডালে থেকে...
আমাকে আবার উড়া,
মনের অদম্য ইচ্ছে গুলো ছুটিয়ে ফেরে তাকে বনে বাদারে, লালমাটিয়া পথে,
নীলাকাশের ঘিয়েরঙা মেঘেদের ঘুরাফেরা দেখতে দেখতে ভুলে যায় তার গন্তব্য,
আলপথে কচিকাঁচাদের সাথে গায়ে মাখে সোনা রোদ!!

মেয়েটা ভুলে যায় তার বাঁধা রুটিন...হিসেবী মুহূর্ত,
বাঁধা মলাটের ভেতরের জীবন...অঙ্ক কতো শত,
        আসলে কিছু হিসেব কখনো মেলে না,
             কিছু নদী বাঁধা পথে চলে না,
       কিছু পাখি আকাশের নেশায় নীড় ভুলে,
কিছু ইচ্ছে অথৈ সাগর...কখনো তার থৈ মেলেনা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...