আমার তুমি

প্রতাপ : অনলাইন-৩৩

              । পিয়ালী ঘোষ ।

আমার তুমি কোন এক বিকেলে আসা বৃষ্টি, 

যার কাছে নির্দ্বিধায় নিজেকে হারিয়ে দিতে পারি।

আমার তুমি আকাশের সেই চাঁদ , 

যাকে দেখে কাটিয়ে দিতে পারি পুরো রাত।

তুমি আমার সুগন্ধি ফুল,

 গন্ধে যার করে আকুল।

তুমি আমার পাখির নীড়, 

যেখানে পাই শান্তির খোঁজ। 

আমার তুমি আধার ঘরের বাতি, 

যার আলোয় আলোকিত হয় আমার এই জগৎ সংসারটি। 

তুমি আমার অশান্ত নদীর, শান্ত সেই স্রোত,

যেথায় ছুড়ে ফেলে দেই মিথ্যে পোশাকের বোঝ।

 আমার তুমি বৃষ্টি ভেজা চায়ের সেই কাপ,

যার এক চুমুকে মনে জাগে আজ তৃপ্তির স্বাদ। 

আমার তুমি বৃদ্ধ বয়সের থরথর করতে থাকা হাতের সেই লাঠি,

যাকে অবলম্বন করে, স্মৃতি মনন করে ..

বাকি জীবনটুকু কাটিয়ে দিতে পারি।



২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...