পহেলা বৈশাখ

। রাহুল দাস ।


পহেলা বৈশাখ 

বড় আনন্দের দিন

চৈত্র শেষে আসে।

নব রঙে, নব উদ্যমে, 

খুশির ডঙ্কা বাজে।

আকাশ বাতাস ব্যাপৃত তখন

জ্যেষ্ঠ ঋতুর স্বাগত সম্ভাষণে

নব দিনমণি উদিত হয়,

স্বর্ণ আভা বিকিরণে।

সকল বাধা বিঘ্ন দূরে যায়,

বিঘ্নহরতার আগমনে।

ঘরে ঘরে নবান্নের বার্তা বয়

ধানের সোনার বরণ দেখে।

নানান রকমের খাবার 

বানানো হয় এই  দিনে

দোকানে দোকানে পুজো 

দেয় সিদ্ধি বিনায়কের।

যদিও গ্ৰীষ্মের গরম 

হাওয়া বয় 

তবুও ঘরে ঘরে আনন্দের 

বাজার বসে।

সোনার ফসল পেয়ে সবাই 

অভাব - অনটনকে করে নেয় জয়।

তাই  হিংসা-দ্বেষ ভুলে সবাই

নববর্ষ উদযাপনে ব্রতী  হয়।

৩টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...