প্রতিজ্ঞা

। ছন্দা দাম ।


নতুন প্রভাতের অরুণ আলো প্রাণবায়ু ভরে যায় হৃদঅলিন্দে

নব নব স্বপনে মননে গোপনে, নব ইচ্ছেরা সতত সুর সাধে।


কত ব্যর্থ আশা, জমাট দূরাশা গুমরে গুমরে মরে অবচেতনে... 

চায় মেলতে ডানা, ঝাপটায় দোটানা, তবু সাহসী মন না মানে।।


আঙুলের দাগ হিসেবে বাড়ে, বয়সের আখর তো শুধু সংখ্যাই...

ভোর না হতেই কার্নিশের সূর্য হামাগুড়ি দেয় নয়া বল পাই।


আঁচলের খুঁটে খুচরোর মতো...সময়টাকে বেঁধে এগোই সহাস্যে

প্রতি পল নিজেকে ভালোবেসে বুঝি...জীবনটাও আমায় ভালোবাসে।।


ঘাসে ঘাসে হাসে সোনালী স্বপ্ন...দুঃস্বপ্ন রাত স্লেটে মুছে ফেলি

উঠোনের রোদে নতুন সূর্য সাত রঙে সাজায় বর্ণালী

 

আকাশের মেঘে, নব অনুরাগে চিরকুট লেখে বিহৃদয় আবারও,

হেরে যেতে নেই, প্রতি মুহূর্তেই জীবন শেখায় নতুন পথে বেরিয়ে পড়ো।।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...