।।'প্রতাপ' পূজা সংখ্যা ১৪২৫।।
দেশ নেই---শুধু গল্পই থেকে যায়।
আমাদের কোন দেশ নেই
কেবল গল্প আছে।
তেমন কোন ঘর ও নেই
শীত তাপ নিয়ন্তিত আরামপ্রিয় বিছানা
যেখানে নাড়িয়ে জানাবো শরীরের সব ভাষা।
ছোটবেলা থেকে শুনে আসা এক দেশের গল্প
গল্পে ভাসমান মাছ ভাতে ভাল থাকার গান।
এই যে সব শেষ হয়ে আসার পরও গল্প থেকে যায়
এখন দেখি গল্পের দেশের মত
আমাদের এক গল্প এসেছে জীবনে
আমাদের কোন দেশ নেই
শুধু গল্পই থেকে যায়।
...
স্মৃতি
দরজাটা খুলতেই দেখি
দাঁড়িয়ে আছে স্মৃতি।
একটা সময় দ্রুত দৌড়ে গেল
সমস্ত ওয়েব ল্যাংথ জুড়ে
একটা ছন্দপতন ।আর
ভেসে এলো,
বিলায়েত খানের
সেতারের শব্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন