। সুজিতা দাস ।
তুমি কি
গাছের আড়ালে,
মেঘের আড়ালে,
শান্ত, স্নিগ্ধ জোছনায়
শীতল ছায়ার চেহারা নিয়ে লুকিয়ে আছো?
বারবার হৃদয়ে বসানোর চেষ্টায়
সেই সুন্দর মূর্তি কোথায় যেনো লুকিয়ে যায়,
ধূসর মলিন বাস্তবে।
কল্পনার জানালায় বসে বরাবর চেষ্টা করা সত্ত্বেও
তুমি ধরাছোঁয়ার বাহিরে কোথায় যেন
আমার মনের অতীত হয়েই রয়ে গেছো।
কল্পনার দুয়ারে আঘাত হানি
কেনো?
আমার হৃদয়ের খাতায় যতসব অসার চিত্র ফুটে ওঠেগ।
👌
উত্তরমুছুন