। অঞ্জলি দে নন্দী, মম ।
ভিয়েতনামের বিমানবন্দরে রয়েছি।
মুম্বাই যাব, অপেক্ষা করছি।
এলাম বালি, ইন্দোনেশিয়া থেকে।
বেশ কিছুটা ক্লান্তও হয়েছি।
সেই সকাল থেকে উড়োজাহাজে চড়ছি।
কোমরটা তো গেছে একেবারে বেঁকে।
মনে হল একটু লিখিটিখি।
ঘড়ি যে এগোচ্ছে ঠিকই।
সময় নষ্ট করি শুধু শুধু কেন আর!
সবাই এখন এখানে ফোন ঘাঁটছে যে যার।
আমার যা আসছে মনে, আমি লিখছি তাইই।
সময়ের সৎ ব্যবহার করে যাই।
সময়ের চেয়ে আর অমূল্য কিছুই নাই।
দেখি একটু উঠি, কিছু খেতে হবে, খিদে পাচ্ছে।
সামনেই '' পপাই " চিকেনের শপ - দেখা যাচ্ছে।
সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি সকাল বেলায়।
আর এই এখন খাচ্ছি - সন্ধ্যে বেলায়।
কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে -
কত হাওয়াই জাহাজ উঠছে আর নামছে।
অশেষ আকাশে উড়ে এসে ভূমিতে থামছে।
গগনে তো আর থামতে পারে না এরোপ্লেন।
নামতে, থামতে চাই একদম সমতল, প্লেন।
এয়ারপোর্টে বসে লিখলাম কবিতাটি এইমাত্র।
যখন মুম্বাই পৌঁছব তখন হবে গভীর রাত্র।
আজ তেরোই আগষ্ট, ২০২৫ - বুধবার, সন্ধ্যাকাল।
পরশু স্বাধীনতা দিবস - পেরোলেই আগামীকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন