![]() |
প্রণীতা দাস |
। প্রণীতা দাস ।
বসন্ত কাল এলে
সঙ্গীতের কলতান
সহসা কানে বাজে,
উদাসী কুকিলের সুরে
মন যে ভরে উঠে
বউ কথা কও পাখির ডাক
কার না ভালো লাগে !
কাননে কাননে রঙিন ফুল ফুটে
ভ্রমরেরা দলে দলে উড়ে
ঝিঁঝিঁ পোকার গান বাজে উচ্চস্বরে
ব্যাঙেরাও যেনো পাল্লা দিয়ে
প্রতিযোগিতায় নামে ।
হটাৎ আকাশ মেঘলা হয়ে
ঝুমঝুমিয়ে বৃষ্টি আসে
পত্র পল্লবে বৃক্ষেরা আবার
নতুন করে সাজে
বসন্ত মানেই রঙের খেলা
সবাই আবার উৎসবে মাতে
চৈত্রের শেষে বসন্ত ফুরিয়ে
নতুন ঋতু নতুন বছর
আবার ফিরে আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন