![]() |
রিপন দাস |
। রিপন দাস ।
তুমি আমি দুইজনে
চোখে চোখে হল কথা,
হাঁটতে লাগলাম একা মনে
কিভাবে হবে দেখা?
কেহ যেন পরীর মত
আঁচল দিয়ে ছূঁয়ে গেল,
ভাবতে থাকি তোমায় যত
বৃষ্টি হয়ে ধুয়ে নিল।
দিন যায় কথা হয়
আনন্দে ছিল মন,
না ছিল কোন ভয়
বাতাসে উড়া নিস্তব্ধ বন।
দেখা হল একদিন
রেস্তোরায় বসে আছ,
কথা হয়েছিল সেইদিন,
কিভাবে তুমি ভুলতে পারছ?
পাশাপাশি দেখা হল
রাস্তার ঐ বাঁকা মোড়ে,
হেঁটে গেলে পাশ দিয়ে
থাকালে না একবারও ফিরে।
মনে হল নদীর কথা
পরিচয়হীন নাম নাজানা,
জলের সেই স্রোতধারা
ভাসিয়ে নিতে নেই মানা।
হয়ত বা মেঘের আড়ালে
চুপ করে আছ বসে,
হাত নাড়িয়ে সাড়া দিলে
ভাবলাম আমি, তুমি পাশে।
দু'পায়ে দাঁড়িয়ে আছি
পাহাড়ে কোন এক ভোরে,
উপর দিয়ে চলে গেলে
কেমেরায় বন্দী করে।
মনে পড়ল প্রথম দেখা
একসঙ্গে কথা বলা,
ভুলে গেলাম কি ডাকা
শিখে নিলাম একা চলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন