জীবন সৈকতে

। জয়ন্তী দত্ত ।


জীবন মানে একটা মানুষের ছোট বড় জীবন স্মৃতির ইতিহাস কথা

জীবন একটা সমুদ্র সম, কারো কাছে থমকে যাওয়া হৃদয়ের ব্যথা।

কেহ কেহ সুদীর্ঘ জীবন পথ অতিক্রম করে বেয়ে যায় অনেক দূর

আর কারো জীবনের সাধ পূর্ণ হবার আগেই স্তব্ধ তায় বেদনা বিধূর।

জীবন কারো প্রেমময় ও কারো জীবন নিস্ফলতায় পাথরে মাথা কুটে 

দিশাহীন মরিচীকা র পিছনে ধায় চোখে কুলুপ এঁটে অন্ধকারে ছুটে।

জীবন সমুদ্র সৈকতে কতো জানা অজানা রহস্য লুকিয়ে আছে

এই রহস্যের থেকে রত্ন আহরণ করে রাখতে হবে নিজের কাছে। 

পৃথিবী সুন্দর অসুন্দর ভালো মন্দে, কুড়িয়ে নিতে হয় নিজস্বতায়

কেহ হীরা মণি মুক্তা খুঁজে পায়, কেহ বৃথা অন্ধকারে হাতড়ে বেড়ায়।

 জীবনকে স্ব মহিমায় মহিমান্বিত করে সগৌরবে থাকো সার্থকতা নিয়ে 

তবেই চরিতার্থ মানব জীবন প্রকৃষ্ট মানবিকতার সোপান বেয়ে।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...