। শেখর মালাকার ।
আকাশ ভরে মেঘের ভেলা,
বৃষ্টি নামে, ঝর ঝর ধ্বনির মেলা।
পাখিরা উড়ে খুঁজে নেয় ঠাঁই,
ধানক্ষেতে নেমে আসে জলরাশি চাই।
কাদামাখা পথ ধরে হাঁটে গ্রামের ছেলে,
বাঁশের বাঁশি বাজে সুরের তালে।
বৃক্ষ ডালে টুপ টাপ বৃষ্টি পড়ে,
মাটির ঘ্রাণে মন ভরে ওঠে ঘরে।
পুকুরপাড়ে জলে ভেসে পদ্ম ফুটে,
বৃষ্টির নাচনে গাছের ডাল দুলে ওঠে।
নদীর বুক ভরে যায় ঢেউ-এর ছোঁয়ায়,
কৃষকের মুখে হাসি লেগে রয় তাই।
এ বর্ষা শুধু জল নয়, গান, প্রেমের রাশি,
মাটির বুক জুড়ে নতুন জীবনের আশ্বাসে ভাসি।
আয় বর্ষা আয়,
নতুন স্বপ্ন বয়ে আন আজ আবার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন