ঝাপসা প্রতিচ্ছবি


। সুচরিতা দাস ।


সব আলোর পথ হারিয়ে যাচ্ছে

কোন অতল অন্ধকারের অথৈ গহ্বরে, 

ভেকধারী ভালোবাসারা আজ নিস্প্রভ । 

ধ্রুবতারা নয়, আজ আমি ক্ষনিকের ধুমকেতু! 

অমবস্যা রাতের আলেয়া হয়ে জ্বেলে উঠেছিলুম,-

আজ কোন্ নিদারুণ সংঘর্ষে এ উল্কাপাত! 

ভালবাসার ব্যর্থ প্রতিফলনে-

খন্ড খন্ড আরশিতে আমার ঝাপসা প্রতিচ্ছবি! 

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...