আমাকে ফিরিয়ে দিয়েছে


। পায়েলিয়া চক্রবর্তী ।

 

আমাকে ফিরিয়ে দিয়েছে সাগর। 

আমাকে ফিরিয়ে দিয়েছে সমুদ্র। 

আমাকে ফিরিয়ে দিয়েছে প্রত্যাশা। 

আমাকে ফিরিয়ে দিয়েছে উচ্ছাসা। 

খুব বাজে ভাবে ফিরিয়ে দিয়েছে ভালোবাসা।।

জীবনে অনেকবার আমাকে ফিরিয়ে দিয়েছে সফলতা। 

এই পৃথিবীর অনেক কিছুই আমাকে ফিরিয়ে দিয়েছে। 

বারবার আমাকে তারা খুব খারাপ ভাবে ফিরিয়ে দিয়েছে।।

তবুও আমার খুব একটা কষ্ট হয় না। 

নিজেকে ব্যর্থ বলে মনে হয় না।

এত কিছু একসাথে ফিরিয়ে দেবার পরও 

জানিনা কেন আমার নিজেকে অসামর্থ্য বলে মনে হয় না।।

বরং আমার আবার একটু একটু করে এগিয়ে যেতে ইচ্ছে হয়। 

মন খারাপ ভুলে অতীত মুছে 

হাজার হাজার পথ নতুন করে হাঁটতেছে হয়।।

নিজের জীবনের ছোট ছোট চারা গাছ গুলোকে আবার বাঁচাতে ইচ্ছে হয়। 

হ্যাঁ খুব ইচ্ছে হয় ।

সত্যিই আমার ইচ্ছা হয়।।

আর এই ইচ্ছে গুলোই আমাকে বেঁচে থাকতে সাহস যোগায়। 

আমার কবিতার খাতায় নতুন কবিতার সংখ্যা বাড়ায়।।

এক তৃষ্ণার্ত পথিকের মতো আমায় জল দিয়ে আমার জীবন বাঁচায়।

আমাকে একজন‌ বিবেকবান সুস্থ মানুষ বানায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...