তুমি চলে গেলে এক অজানা ঠিকানায় ...

গোপেন দাস


তুমি চলে গেলে অনেক দূরে

থাকালেনা একবারও ফিরে

দূরে এক অজানা ঠিকানায়

আমাদের সবাইকে ফেলে 


নিরবে নিরবতা পালন করে

কিছুইতো বললে না আমাদের কাছে

না ছিল কোনো চাওয়া - পাওয়া 

চিরদিন যেনো মনে রাখি এটাই ছিল শুধু বাসনা 


তোমার আশীষ যেনো

তাকে সর্বদা আমাদের উপর

যদিও তুমি আজ পাশে নেই

আছো আমাদের হৃদয় মাঝে


যেখানেই থাকো সুখে থাকো

পরম পিতার কাছে এই আমাদের চাওয়া 

তোমার আশীষ,তোমার আদর্শ

নিয়ে চলতে পারি যেনো

ইশ্বরের কাছে এই মোদের প্রার্থনা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...