তুমি চলে গেলে এক অজানা ঠিকানায় ...

গোপেন দাস


তুমি চলে গেলে অনেক দূরে

থাকালেনা একবারও ফিরে

দূরে এক অজানা ঠিকানায়

আমাদের সবাইকে ফেলে 


নিরবে নিরবতা পালন করে

কিছুইতো বললে না আমাদের কাছে

না ছিল কোনো চাওয়া - পাওয়া 

চিরদিন যেনো মনে রাখি এটাই ছিল শুধু বাসনা 


তোমার আশীষ যেনো

তাকে সর্বদা আমাদের উপর

যদিও তুমি আজ পাশে নেই

আছো আমাদের হৃদয় মাঝে


যেখানেই থাকো সুখে থাকো

পরম পিতার কাছে এই আমাদের চাওয়া 

তোমার আশীষ,তোমার আদর্শ

নিয়ে চলতে পারি যেনো

ইশ্বরের কাছে এই মোদের প্রার্থনা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...