হারিয়ে গেছে প্রকৃতি


। সুখেন দাস ।

 

এমন প্রকৃতি শৈশবে কখনো দেখিনি!

এ কি! কখনো অতিবৃষ্টি তো কখনো খরা।

বর্তমানের ঠিক নেই, ভবিষ্যতে কি হবে কি জানি?

বিরাম নেই, অবিরাম চলছে আমাদের বসুন্ধরা।।


চারদিকে ধুলো বালি রোদের প্রকোপ তেজ,

ফলমুল শাক সবজি আর নেই যে সতেজ।

কাজ ফেলে চাষীরা আছে মধ্যাহ্নের গগনে ঊর্ধ্ব মুখে চেয়ে!

গরমের জ্বালায় বলছে, সিসা গলে পড়ছে নাকি আপাদমস্তক বেয়ে ।


সচরাচর দেখা যায় না এখন, আকাশে সপ্তর্ষি তারা,

সবকিছু উলট পালট হয়েছে এর জন্য দায়ী কারা?

ধরায় আজ রাজ করছে কৃত্রিমে, তাই নেই সে ভালো!

গভীর অন্ধকারেও নিভে যাচ্ছে জোনাকির আলো।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...