শ্রাবণের গাথা

প্রতাপ : অনলাইন-৩০

            । রঞ্জন কুমার বণিক ।

শালুক ফুলের দিঘীর মালকিন, চুইয়ে পড়া জোৎস্নার চাঁদ,

ঝিরি ঝিরি শ্রাবণধারায় জুড়ালো আমার কাব্যময়ী রাত ।

গ্রীষ্মের দহন বেলায় পোড়ে তছনছ হল হৃদয়,

তারপরেও কালবৈশাখীর তাণ্ডবে বেঁচে কিছু রয় ।

কদম কেয়া ফুটলো মনে, বৃষ্টিবাজের কী দোষ ?

শালুক ফুলের দিঘীর মালকিনের এত রোষ !

শালুক ফুলের এতই কদর, নেই যে তার কোনো সুবাস,

ফিরে দ্যাখো, ঝরে যাওয়া পাপড়িগুলোর কী দীর্ঘশ্বাস !

দহন বেলায় বইছি হিয়ার মাঝের ক্ষত বিক্ষতের দাগ,

শ্রাবণে বারিধারা ঢেলে উজার আকাশ, তুমিই বিরাগ !

এমন বেহেমিয়ানায় ভেঙে চুরমার হৃদয় হল চঞ্চল,

মুছে নাই স্মৃতিপটে আঁকা বৃষ্টিভেজা তোমারই আঁচল ।

বইছে দামাল বাতাস, শ্রাবণে মেঘঢাকা ধূসর আকাশ,

শালুক ফুলের হাসিতে যেন জোৎস্না ঝরা তোমারই প্রকাশ ।

কেতকী দোপাটি ফুটলো আমার দোয়ারখোলা মুক্ত আঙিনায়,

তারপরেও শালুক ফুলের দিঘীর পাড়ের দৃষ্টি এড়ানো কি যায় ?

ধরা দাও, ধরা দাও. মুক্ত করো উছল এ রাঙানো প্রাণ,

শুনাও তো মেঘপরীর অশ্রু হয়ে ঝরে পড়ার গান ।

আষাঢ়ের অশান্ত বাদল, শ্রান্ত শ্রাবণে থিতু কি হয় !

তোমার হাতের গুচ্ছ শালুক ফুলগুলি আমার তরে কেন নয় ?



৪টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...