। সপ্তমিতা নাথ ।
শেষ বললেই সব শেষ হয় না,
মৃত্যু বললেই সব শেষ হয় না।
মৃত্যুও হতে পারে এক শোভাযাত্রা—
সাগরের মতো বিশাল এক জীবনের উদযাপন।
মৃত্যু হতেও তো পারে শব্দের শেষে
এক বিরামহীন উৎসব।
মৃত্যু হতেও তো পারে
এক দীর্ঘ যাত্রাপথের
ক্লান্তি, অবসাদ সামলে
খোঁজা এক নিশ্চিন্ত নিদ্রাজাল।
মৃত্যু কথা বলতে জানে না,
কিন্তু তবুও চিৎকার করে খোঁজে
এক দুর্বোধ্য শব্দ,
যেখানে লুকিয়ে থাকে বিশ্বাস, প্রেম,
ভালোবাসা ও জীবনের কিছু জটিল আশ্চর্য।
শ্বাসরুদ্ধতাই যদি মৃত্যু হয়,
আর মৃত্যু মানেই যদি মৌনতা হয়,
সেই মৌনতার উৎসব কেন?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন