আমার জীবন

প্রতাপ : অনলাইন-৪০

। বিপুল দাস ।

কি পেলাম এই জীবনে—

কিছু বন্ধু,

কিছু স্বপ্ন,

আর অসংখ্য না-পাওয়া আশা।

সময় বয়ে চলে নদীর মতো,

আর আমি দাঁড়িয়ে থাকি তীরে—

মনে হয়, সব হারিয়ে ফেললাম।

তবু জানি,

সময়ই একমাত্র পরিবর্তনশীল সত্য।

আজ যদি না হয়,

কাল ঠিকই হবে আমার।

সব অপূর্ণতা একদিন

পূর্ণতার আলোয় ভরে উঠবে।

জীবন আমার অমূল্য,

আমি থামব না।

আমি করব,

আমি লড়ব,

আমি জয়ী হব।

কারণ—

এই জীবন আমার,

আর এই জীবনের গল্প

আমি নিজেই লিখব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ; প্রথম খণ্ড

সম্পাদকের কথা ....      ডিজিটাল যুগে সাহিত্য, ভাবনা ও মতপ্রকাশের পরিসর নতুন করে সাজানো হয়েছে। অনলাইনের দ্রুততা, সহজলভ্যতা ও বহুমাত্রিক পাঠকস...