। সুজিতা দাস ।
শব্দ দিয়ে লেখেন আপনি জীবনের প্রতিচ্ছবি,
কালের ক্যানভাসে আঁকেন নিত্যনতুন ছবি।
আপনার কলমে ফোটে ফুল, ঝরে অশ্রুধারা,
অনুভূতির গভীরে আপনি চিরন্তন পথহারা।
বাংলা ভাষার মান রক্ষায় বাজান আপনি বাঁশি,
দীর্ঘদিন ধরেই শোনান জীবনের রাশি রাশি।
ক্লান্ত পথিক আপনি, তবু পথ দেখান ভোরের আলো,
আপনার সুরের টানে আমাদের ভোরও হয়েছে ভালো।
আপনি দ্রষ্টা, আপনি শোনান প্রকৃতির ভাষা,
আপনার কবিতায় খুঁজি জীবনের ভালোবাসা।
সৃষ্টির উল্লাসে, বেদনার গভীর সুরে,
আপনার আলোয় পথ চলি, আঁধার থাকে দূরে।
কবি শৈলেন দাস স্যার, আপনার স্নেহ অমলিন,
আপনার সৃষ্টিই আমাদের চলার পথের দিন।
আন্তরিক সম্মান জানাই আপনাকে, হে শব্দের জাদুকর,
আপনার আলোয় আলোকিত হোক এই বিশ্ব চরাচর।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন