। দীপান্বিতা ভট্টাচার্য ।
প্রতিটি মেঘের ভেলায় লিখেছি—
গোপনে তোমার নাম,
অবজ্ঞার আঁচলে জড়িয়ে রেখেছি—
দিয়েছি চড়া দাম।
নির্ঘুম রাত্রিতে ভেজা বালিশে—
তোমার মাদক গন্ধ,
ঝড়ের দোলায় হৃদয় কাঁপে ত্রাসে—
বেঁধেছে অনিশ্চয়তার ছন্দ।
ঘাসের ডগায় লেগেছে আগুন—
বাতাসে মাতাল শব্দ,
মায়াবী বৃষ্টিতে জেগে ওঠে মন-ফাগুন…
তোমার আভাসে লজ্জায় স্তব্ধ।
গোপনে তারারা গায় গান—
অনস্তিত্বের খেলাঘরে,
বিরহের সুরে বাজায় তান—
মেঘের হাত ধরে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন