অব্যক্ত প্রেম

প্রতাপ : অনলাইন-৪০

। সুরজ কুমার নাথ ।

অনেক কথা আছে 
যেগুলো ছন্নছাড়া কবিতা হয়ে
আমার পুরোনো ডায়েরির ভাজে ভাজে থেকে
নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

মুখে বলার সাহস নেই 
তাই তোমায় বলা হয় না।

যখন বৃষ্টি নামে আকাশ গলে 
আমি দৌড়ে গিয়ে বৃষ্টিতে ভিজি।
আমার চোখের কোণে জমে থাকা সমস্ত অভিমান 
ধুয়ে মুছে শেষ হয়ে যায় বৃষ্টির লোনা জলে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ; প্রথম খণ্ড

সম্পাদকের কথা ....      ডিজিটাল যুগে সাহিত্য, ভাবনা ও মতপ্রকাশের পরিসর নতুন করে সাজানো হয়েছে। অনলাইনের দ্রুততা, সহজলভ্যতা ও বহুমাত্রিক পাঠকস...