হঠাৎ দেখা

 প্রতাপ : অনলাইন-২৫

দীপান্বিতা ভট্টাচার্য

। দীপান্বিতা ভট্টাচার্য ।


এক যুগ পর আবার হঠাৎ দেখা ট্রেনের কামরায়,

কেনো জানি না

আজ ডুবতে ইচ্ছে করছে উল্টোমুখী হাওয়ায়!

মনে হচ্ছে মুখোমুখি হয়ে জিজ্ঞেস করবো...

কেমন আছো?

না আর থাক্ সময় চলে গেছে কবেই অসময়ের পিছু পিছু....

পরিস্থিতির জালে আবদ্ধ,হয়তো আড়ালে আছে  সব কিছু;

আজ এতো কাছে দু'জন কিন্তু কেনো জানি না মনে হচ্ছে অনেক দূর...

তাহলে মন আজ গাইছে এ কোন্ সর্বনাশা সুর!

ষ্টেশনের পর ষ্টেশন পেরিয়ে যাচ্ছি পিছনে রেখে অতীত–

আকস্মিক বাঁধ ভাঙলো....

কেমন আছো..এখনও কি কবিতা লেখার অভ্যাস আছে?

চোখ তুলে তাকিয়ে দেখলাম অপলক নয়নে–

বললাম, সব ই জায়গা মতোই আছে শুধু গন্তব্য পাল্টেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...