![]() |
রুনা পাল |
। রুনা পাল।
নিভে গেলে দীপের শিখা
হয় না সব কিছু শেষ,
তিমির ছুঁয়ে ওঠে আবার
প্রভাতের এক চিরন্তন আবেশ।
হারিয়ে ফেলি যাদের আমরা
তারা কি হারায় তাই,
হৃদয় বলে তারা আছে
চোখের পাতায়, মনের ঠাঁই।
জীবনের পর এক জীবন
এই তো চিরসত্য বার্তা
শেষ অধ্যায়েও লেখা থাকে
নতুন শুরুর কারুতা।
তাই থামো না, ভয় করো না
মৃত্যু শুধুই রূপান্তর
প্রেম, স্মৃতি, ভালোবাসা -
চিরস্হায়ী, চিরন্তন, অমর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন