মেঘলা আকাশ

 প্রতাপ : অনলাইন-২৫
অপর্ণা কুমার

। অপর্ণা কুমার ।

ঝড়ের শেষে দুপুর দেশে

লালন বুকে পলাশ চোখে, 

মনের ভেতর মেঘের হাওয়া বয়

প্রিয় তোমার কিসের এত ভয়। 


মেঘলা আকাশ ডাকছে তোমায় 

এখনো তুমি কার অপেক্ষায়?

বিনিদ্র রাত আর অজুহাত সব ভাঙ্গনের শেষে

কিছু মেঘ তো বৃষ্টি হয়েই মাটির বুকে মেশে।


মেঘলা আকাশ তোমার পরশ চায় 

তিতলি আমি তোমার অপেক্ষায়,

শেষ বিকেলের মেঘলা আকাশ 

ছায়া ঘেরা স্বপ্নগুলো লিখছে ইতিহাস।

৩টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...