![]() |
অপর্ণা কুমার |
। অপর্ণা কুমার ।
ঝড়ের শেষে দুপুর দেশে
লালন বুকে পলাশ চোখে,
মনের ভেতর মেঘের হাওয়া বয়
প্রিয় তোমার কিসের এত ভয়।
মেঘলা আকাশ ডাকছে তোমায়
এখনো তুমি কার অপেক্ষায়?
বিনিদ্র রাত আর অজুহাত সব ভাঙ্গনের শেষে
কিছু মেঘ তো বৃষ্টি হয়েই মাটির বুকে মেশে।
মেঘলা আকাশ তোমার পরশ চায়
তিতলি আমি তোমার অপেক্ষায়,
শেষ বিকেলের মেঘলা আকাশ
ছায়া ঘেরা স্বপ্নগুলো লিখছে ইতিহাস।
খুব সুন্দর সৃষ্টি,ভালো লাগল।
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ....
মুছুনআন্তরিক ধন্যবাদ
মুছুন