মৃত্যুর ওপারে

 প্রতাপ : অনলাইন-২৫

ড. কাত্যায়নী দত্ত চৌধুরী

। ড. কাত্যায়নী দত্ত চৌধুরী ।


আমি কোনোদিন জীবাশ্ম হতে চেয়েছি।


জন্মের ওপারে, মৃত্যুর ওপারে 

চিতা-ভস্ম-হাড়-গোড় ঠেলে দিচ্ছি ভূগর্ভে,

আরো নীচে - আরো গভীরে,

যেখানে জীবাণুর জনপদ নেই, কেউ নেই,

আমার অবশিষ্টাংশের সাথে আমি একা ও অভিন্ন

আমিই আমার একমাত্র সম্বল

এভাবেও হয়তো ভালো থাকা যায়।


আবার কোনোদিন

লক্ষ বছর পর

আমি চাইবো কেউ মাটি খুঁড়ে খুঁজে আনুক আমায়

খুঁড়ে দেখুক জমেছে কতখানি তেজস্ক্রিয় কার্বন

আমার নশ্বর হাড়ে ও পাঁজরে; আমার ইতিহাসের হিসেবে

কতটুকু সততা, কতটুকু অবক্ষয়।

চরিত্র বয়ে আনা জিনের কাঠামো তখনো রঙিন

তখনো স্বপ্ন দেখবো, অপার্থিব 

মৃত্যুর ওপারেও তবু আমি আছি।


আমার কাছ থেকেই কিছু শক্তি রূপান্তরিত হয়ে

ছুটে যায় গ্রহ থেকে গ্রহে, নক্ষত্র থেকে নক্ষত্রে।

আমি অবলুপ্ত নই, আমার সমাপ্তি নেই,

আমি ধুলো হয়ে উড়ি, আমি পাথর হয়ে মাটির তলায় স্তব্ধ হই।


আরো কয়েক কোটি বছর পরে

যখন দিন রাতের পরমায়ু খসে পড়ে 

সূর্যের তেজহীন দেহে লাল প্রদাহ আর

পৃথিবীর শেষ নিঃশ্বাস;

তাও শেষ নেই, ধ্বংস নেই

নতুন সৃষ্টির কাজে ব্রক্ষ্মাণ্ডের বিশাল আয়োজনে

আমিও ধূলিকণা হয়ে কোথাও থাকতে চেয়েছি।


হে আকাশগঙ্গা, আমি তোমার অংশ হতে চেয়েছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...