শনিবার, ৫ মে, ২০১৮

উদ্দেশ্য ও নীতি

'প্রতাপ' বরাক উপত্যকার সাহিত্যের আঙিনায় নতুন প্রতিভাকে ডেকে আনার অন্যতম সক্রিয় ছোটকাগজ। এখানে “সমাজ ও সাহিত্যের প্রতিভাস” কথাটি জুড়ে আছে, যা এই ছোটকাগজের অনন্যতার চিহ্ন বহন করে।

তবে প্রতাপ শুধু একটি ছোটকাগজ মাত্র নয়, একই সঙ্গে এটি সামাজিক দায়বদ্ধতা পালনের একটি অঙ্গীকারপত্রও। বরাক উপত্যকার প্রান্তিক জনগোষ্ঠী কৈবর্ত সমাজের তরুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করতে বরাকের কৈবর্ত সমাজ অধ্যুষিত অঞ্চলগুলিতে প্রতিবারই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে প্রতাপ।


আন্তর্জালে বাংলা ভাষার চর্চা ও প্রসারের দায়বদ্ধতা নিয়ে এই ব্লগের আত্মপ্রকাশ। তাছাড়া প্রতাপে প্রকাশিত লেখাগুলি আন্তর্জালের পাঠকের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের লেখকদের আন্তর্জালে বাংলা ভাষার চর্চায় বাংলা লিপি বা হরফের ব্যবহারে  উৎসাহিত করাও আমাদের উদ্দেশ্য।


বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই, এই ব্লগে বাংলা হরফের ব্যবহার বাধ্যতামূলক, রোমান বা অন্য হরফে পোস্ট, মন্তব্য ইত্যাদি নিষিদ্ধ। এখানে শুধুই ইউনিকোড মানক পদ্ধতি ব্যবহার করে লেখা পড়া কিংবা বার্তালাপ করা হয়। এখানে নিজের মন্তব্যটি পোস্টদাতা করবেন বাংলায়, অন্য ভাষার উদ্ধৃতি ব্যবহার করতে পারবেন তার মূল হরফেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...