![]() |
গোপালচন্দ্র দাস |
। গোপালচন্দ্র দাস ।
হাতের তালুতে সমুদ্র তুলে দিলে। শেকড়ভাই এ কেমন ছল
পিপাসায় বুক ফাঁটে। মুখে নিতে পারিনি এক ফোঁটা জল।
গোল হয়ে ধামাইল নৃত্যে। মেতে আছে যারা
তারা সূর্য-সবুজ সমুদ্রের কথা বলে। তাদের আবার ডিমেনশিয়া।
এতো তীব্র শব্দ। এতো আলোকিত মুখ
এতো খাদ্য ফল ফুল। এতো বর্জ্য দূষণ
এতো নষ্ট সময়ের পড়শীজোড়া। কতো কলহ তৃপ্তি
লেন্স ঘুড়িয়ে দেখে তারা।
নিপাট মাটির ঘ্রাণে বাঁচে যারা। নত হয়ে হাতিয়ে নিচ্ছে নক্ষত্র তারা
শেকড়ের গুণকীর্তণে ক্লান্ত হলে---তোমার বৃক্ষ দর্শন
ভোর বলে ভূল হয়। শেষ বিকেলের পড়ন্ত বেলা।
সব মাছ শেষ হওয়ার পর। কুমির চিনলে তুমি ভোঁদর
সব গাছ কাটা শেষে। নেশার ঘোরে
মাপতে থাকো গাছের ছায়ার ওজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন