মায়া

শেলী দাস চৌধুরী

 [ প্রতাপ : অনলাইন-২১ ]

                 (১)

পান্থ তুমি কোথা যাও

 অযথা মায়া ছড়াও

পথে পথে, পথের ঘ্রাণ

পথের নিশ্বাস, প্রাণ

  পথের  ম্লান মুখ

 তুমিই দেখতে পাও 

অযথা মায়া ছড়াও

          পান্থ 

 

                  (২)

এই বৃক্ষ, মোহবৃক্ষ

              মোহ মায়া

ছায়া ছিল, মায়া ছিল

      এখন অঙ্গার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...