![]() |
সুচরিতা দাস |
। সুচরিতা দাস ।
আজকাল অসুরদের মুখ
ঠিক যেন মানুষের অবয়ব,
নেতিবাচক চিন্তা তাদের
কালো ধোঁয়া হয়ে ছড়িয়ে পড়ছে সর্বত্র।
মিষ্টি কথার আড়ালে হিংসার বিষ
হিংস্রভাবে দংশন করছে তাদের চিন্তা, মন, দর্শন...
নিকৃষ্টতম পন্থা অবলম্বন করছে
নিজেদের স্বার্থ চরিতার্থে।
অফুরন্ত সফল চক্রান্ত চক্রবৃদ্ধি হারে
বাড়িয়ে তুলছে তাদের উদ্যম,
বহুরূপীদের ছড়ানো জাল
আকড়ে ধরছে সমস্ত তমসার শেষ প্রান্ত!!
অসাধারণ হয়েছে !
উত্তরমুছুনধন্যবাদ🙏💕
মুছুন