![]() |
জয়ন্ত |
। জয়ন্তী দত্ত ।
পুরুষ তুমি দুঃখ পেয়োনা নারীর জয়গান শুনে
পুরুষ ছাড়া নারী আর নারী ছাড়া পুরুষ হয় না একথা রেখো মনে।
ঈশ্বরের সৃষ্ট জীবন, প্রকৃতি ও পুরুষ অভিন্ন সত্বা
কবি নজরুল বলে গেছেন, নর ও নারীর অভিন্নতার কথা।
কবির ভাষায় "অর্ধেক তার সৃজিয়াছে নারী অর্ধেক তার নর"
প্রকৃতির ডাক অমোঘ টানে এসে সৃষ্টিকর্তা ঈশ্বর।
মিলন বাঁশি বাজে মিলন রাগিনীতে প্রকৃতি উৎফুল্ল মনে
সৃষ্টির বিন্যাসে ষড়ঋতু জেগে উঠে আপন সত্ত্বার টানে।
পুরুষ তুমি আছো বলেই নারীর পূর্ণতা বিশ্ব মাঝে
তোমার আসন নারীর হৃদয়ে তাইতো প্রকৃতির রং সাজে।
তেমনি তোমার হৃদয়ে নারী, তুমিও অচল নারী বিনে
নারী পুরুষের যৌথ মিলনেই জগৎবাসী সচলতা মানে।
নারী পায় শক্তি বন্ধুরূপে আছো তুমি তার সকল কাজে
নারীর প্রতি সম্মানে তুমিও সম্মানিত এই বিশ্ব মাঝে।
নর-নারীর যৌথ মানবিক শিক্ষায় সুসন্তান মহিমা ছড়ায়
সুশিক্ষা জাগে, জ্ঞান মহিমায় ভারত জাগে স্ব-মহিমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন