আবেগের অন্য নাম শনবিল

 প্রতাপ : অনলাইন-৩২

            । সুচরিতা দাস ।


অনেকের কাছে তুমি নিতান্তই একখানা জলাশয়, 


হয়তোবা শুধুই খানিকটা অবসর সময়ের বিনোদন! 


ওরা জানেনা কত অবহেলিত জাতির তুমি সুখ দুঃখ উত্থান পতনের সাথী, 


কত কালের সাক্ষ্য বহন করছে তোমার বুকে শেকড় গেড়ে ওই হিজলের দল ! 


ওরা জানেনা তোমার ঢেউয়ে ভেসে আসে সূদুর অতীতের বর্ণময় ইতিহাসের গন্ধ, 


ওরা জানেনা ঋতুতে ঋতুতে তোমার রূপ বদলের মাহাত্ম্য! 


 ওরা শুনেনি শীতের শিশিরে লিখা তোমার শ্যামল ডাক, 


ভরা বর্ষার তোমার গোধূলির লাল রঙ ওদের ক্যানভাসে ঠাঁই পায় নি! 


তোমার আকাশ বাতাস মুখরিত করে বেজে ওঠে চৌদ্দমাদলের সেই মন কেমন করা কীর্তনের সুর, 


ওরা জানেনা তোমার জলে মিশে আছে নৌকাদৌড়ের কতশত গল্প আর বোল।


তোমার মুক্ত আকাশ আজও 

পাখিদের হেসে খেলে গান করার  জায়গা, 


তোমার নিটোল নৈসর্গিক প্রকৃতি আজও অনূভূতিতে দিয়ে যায় প্রথম প্রমের পবিত্রতা।


ওরা জানেনা তোমার উদারতা, তোমার ভালোবাসার কবিতা, 


ওরা জানেনা তোমার বীরত্বের গাঁথা! 


ওরা জানেনা তুমি জীবনানন্দের চির নবীন রূপসী বাংলার প্রতীক, 


ওরা জানেনা আবেগের অন্য নাম ...

একমুঠো শনবিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...