চল না সবে তোমরা

      প্রদীপ চন্দ্র দাস

 

চল না সবে তোমরা চল না সবে

একটু ঘুরে দেখে আসি  ঐ প্রান্তরে।

 

স্বপ্নের দেশ সে যে বড়ই অপরূপ!

নয়ন মোহিত করে তার শতরূপ।

সোনালী প্রভাতের ঝলক

                                 দেখিলে পরে  

খুশির জোয়ারে মন যায় যে ভরে।

 

সবুজে ভরা সে দেশ, নাই যে দূষণ

নির্মল সমীরন বহে সারাক্ষণ

শ্যামল বনের দিকে থাকালে পরে

প্রেমের সুবাসে মন যায় যে ভরে।

 

নয়নাভিরাম ঝর্ণার তালে তালে

ময়ুর-ময়ুরী নাচে পেখম তুলে।

জলাশয় ভরে গেছে কমল ফুলে

রাজহংস সাঁতার কাটে দলে দলে।

 

চল না সবে তোমরা চল না সবে

একটু ঘুরে দেখে আসি ঐ প্রান্তরে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...