অপেক্ষা


       সুশীল দাস

 

অনেক কথা জমিয়ে রেখেছি মনে

তােমাকে বলবো বলে গোপনে

কিছু কথা চোখের ভাষায়ভালবাসায়,

কিছু কথা উথলে ওঠবে

কিছুটা ইশারায় বুজে নিয় প্রিয়

হদয়ের স্পন্দনে, মনের হতাশায়

কিছু কথা বুকে জরিয়ে নিয়ে

বুজিয়ে দিও প্রিয়

কবিতায় মেতে উঠেছে মন

ইচ্ছের ফুল ফুটিয়াছে রং বেরঙ

তুমি কবে আসবে বলে দাও প্রিয়?

আমি বসন্তকে আটকে রেখেছি

শুধু কয়েকদিনের জন্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...