সুলতা রানি দাস
আমি মুক্তি চাই
মুক্ত প্রাণের আশায় দিনগুনি।
গ্রহ নক্ষত্র অন্ধকারে ঘেরা অমাবস্যায়
নিজেকে চেনা বড় দায়,
তাই খুঁজে একা ফিরি।
আমি হারিয়েছিলাম অনেক আগেই
তৃষ্ণার্ত প্রাণে খুঁজে বেড়াই নিজের আস্তানা,
শুধু মুক্তির বাসনায় প্রাণ বেঁচে আছে
আমার আত্মার মুক্তি, আমার শ্বাসের মুক্তি,
আমার আত্মার মুক্তি চাই।
লোক লজ্জা, অন্ধসংস্কারের ভয় দমে থাকা এই জালে
একবিংশ শতকেও বড় দ্বিধা হয় মনে
বোঝানো যায় না এর লুপ্ত ব্যথা, বেদনার সুরকে
অন্তরের গভীরে গিয়ে প্রবেশ করা আঘাত
আমায় আজ বলে মুক্তি কোথায়, আমার মুক্তি।
আমি ছিলাম আমার মতো ছন্দ তালের মাঝে,
জীবনকে আরো রঙিন করা স্বপ্ন দেখেছিলাম খোলা আকাশে।
প্রাণের ঈশ্বর বলেছিল এগিয়ে যা পথে
কর্ম করে দেখে যা তুই,
সবকিছুই অপেক্ষা করছে।
প্রাণের ঠাকুর আজ আমার প্রতীক্ষার অবসান
তোমার দেওয়া পথে আমি হোঁচট খেয়েছি অনেক বার।
পারব বলে এগিয়ে গিয়ে মুক্তির আকাঙ্ক্ষা করি
মুক্তি শুধু আত্মার নয়, নারী মুক্তির কামনা করি
শক্তি দাও বিধাতা আমায়
সবকিছুকে তোয়াক্কা করে যেন সত্যের পথে চলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন