সঞ্চয়

    সুমঙ্গল দাস

 

    ভন-ভন ফন-ফন

    মাথা গরম নেই ধন।

    দ্রব্যমূল্য লাগাম ছাড়া

    দুশ্চিন্তা রোজ করছে তাড়া।

    যাদের জন্য করছে কাজ

    তাদেরই রাস্তায় চলতে লাজ।

    তাদের নেই গড়ি বাড়ি

    ঋণ বোঝায় চলছে হাঁড়ি।

    যার কাছেই দুঃখ বলবে

    সুযোগে সেই, ময়দা ডলবে

    শ্রমের মূল্য দুঃখ কষ্ট 

    সংসার তাতে দিক ভ্রষ্ট।

    পরের সংসার ভাঙছে যারা

    হাসিখুশি দিব্যি তারা

    পথিক দেখে মুখটি পাঁচ

    ঢিল ছুড়ছে যেথায় কাঁচ।

    দারুণ মজা অন্যের ব্যাথা

    এটাই তাদের নিত্য প্রথা।

    আরে আরে দাঁড়া ভাই

    লংকাপুরী কেন  ছাই।

    আজ তোমার কাল তাঁর

    দুর্ব্যবহারে সঞ্চয়, অশান্তির দ্বার

 [প্রতাপ : ১৬তম সংখ্যা]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...