। চাঁদনী দাস ।
স্মৃতির কাননে
তোমার গানের কলি,
মরমে রহিবে গাঁথা ;
তোমার দেওয়া ভালোবাসা,
সত্যিই আজও অসহায়।
তোমার জৈবিক নিস্তব্ধতা,
চোখের জলে ভাসানো হিয়া।
এ বিদায় মানা যায় না,
মানবো না!
তুমি রইবে মম অন্তর কাননে,
চিরঞ্জীব সখা।
আসামের কন্ঠ আজ রূদ্ধ।
নব্বইয়ের দশক জানি,
তুমি আমাদের মায়াবিনী।
তোমার গানেই প্রেম স্বপ্ন দেখতো,
কল্পনা স্বপ্ন বুনত।
প্রাণ কাঁদে হায়,
আজ জানাতে বিদায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন