স্বভাব

[প্রতাপ : ১৬তম সংখ্যা] 

 

চম্পক সাহা

 

স্বভাব অতি মূল্যবান

যদি হয় ভালো

সমাজ করে ধন্য ধন্য

যদি হয় ঘৃণ্য

সমাজে হয় আলোচিত ।

 

না কারোর অভাবে থাকো

না কারোর প্রভাবে থাকো

এই জীবন তোমার

তুমি তোমার স্বভাবে থাকো ।

 

তোমার বদন খানি যত সুন্দর

স্বভাবটাও কি তাই !

সত্যবাদীর অন্তরালে

মিথ্যাবাদী হয়ে বেড়াই!!

 

মিথ্যা কথা বলে যখন

সত্যিকে প্রতিষ্ঠা করতে চাই,

হেরে গিয়ে আত্মসম্মানে

চিৎকার চেঁচামেচি করে বেড়াই

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...