চম্পক সাহা
স্বভাব অতি মূল্যবান
যদি হয় ভালো
সমাজ করে ধন্য ধন্য
যদি হয় ঘৃণ্য
সমাজে হয় আলোচিত ।
না কারোর অভাবে থাকো
না কারোর প্রভাবে থাকো
এই জীবন তোমার
তুমি তোমার স্বভাবে থাকো ।
তোমার বদন খানি যত সুন্দর
স্বভাবটাও কি তাই !
সত্যবাদীর অন্তরালে
মিথ্যাবাদী হয়ে বেড়াই!!
মিথ্যা কথা বলে যখন
সত্যিকে প্রতিষ্ঠা করতে চাই,
হেরে গিয়ে আত্মসম্মানে
চিৎকার চেঁচামেচি করে বেড়াই
Nice
উত্তরমুছুন