একুশের দেখা


 দেবযানী ভট্টাচার্য

 

ভোরের আজান দেয় আহূতির ডাক

প্রাণের ভাষার টানে মানুষের ঢল

মাটির কপাল জুড়ে শঙ্কার রেখা

রাজপথের  মিছিলে সেদিন একুশের  দেখা।

 

যুদ্ধ  নয় হুংকার ছাড়ে পাশবিক উল্লাস

বুক পেতেছিল ঐ নিরস্ত্র  প্রাণেরা

পাতায়  পাতায় কত ইতিহাস  লেখা

রাজপথের  মিছিলে সেদিন একুশের  দেখা।

 

মেঠোপথে আলপথে পদ্মার স্রোতে

ভেসে যায় আব্দুল জব্বার সাথে

সালাম তোমায় মাটি শহীদের ভাষা

রাজপথের মিছিলে সেদিন একুশের  দেখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...